নাটোরের সিংড়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ চক আদিত্য ও বড় আদিমপুর গ্রামের পূর্ব মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে আসেন হাজার হাজার পুরুষ ও নারী দর্শক। উৎসুক জনতার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এ খেলার প্রধান আয়োজক ছিলেন বড় আদিমপুর গ্রামের নওশের আলী।
উপজেলার সর্ববৃহৎ বিয়াশ মেলা উপলক্ষ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা বিকাল ৫ টায় শুরু হলেও বিকাল ৩ টার পর থেকেই লোকজন আসতে শুরু করেন। মাঠের পশ্চিম পাশে মহিলাদের জন্য নির্ধারিত জায়গা করায় মহিলা গ্যালারীতে ছোট বড় সব ধরনের মেয়েদের ভীড় ছিলো চোখে পড়ার মত। প্রখর গরম উপেক্ষা করে উৎসুক জনতা খেলাটি উপভোগ করেছে।
বগুড়া, নাটোর ও সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে মোট ১৯ টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেন।
খেলা দেখতে আসা ৭০ বছর বয়সী আব্দুল লতিফ বলেন, আমাদের এলাকায় এই প্রথম এ ধরনের খেলার আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী এ খেলা দেখে তিনি খুশি।
নতুন প্রজন্মের কয়েকজন ছেলে-মেয়ে জানান, মোবাইল, টিভিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখেছি। বাড়ির কাছে নিজের চোখে খেলা দেখতে পেরে খুবই আনন্দিত।
আয়েশ গ্রামের সৌরভ সোহরাব বলেন, ঘোড়দৌড় প্রতিযোগিতা ছিলো অত্যন্ত উৎসবমুখোর। হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতিতে ভালোই লেগেছে।
প্রতিযোগিতায় বিজয়ী হন একশিঁং তাড়াই গ্রামের মো. আব্দুল মমিন। এসময় তাঁর হাতে প্রথম পুরষ্কার এলইডি তুলে দেওয়া হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মোঃ তারেক হোসেন দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফ মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঘোড়দৌড় খেলার প্রধান উদ্যোক্তা ও আয়োজক মোঃ নওশের আলী জানান, আমি ব্যক্তিগত উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করেছি। আগামীতে বড় পরিসরে খেলার আয়োজন করার ইচ্ছে আছে। এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।