শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

ই-পেপার

সাংবাদিক মালেক মান্নানের স্মরণসভা

মো. রায়হান আলী, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ৪:২০ অপরাহ্ণ

টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক “আমার দেশ” পত্রিকার বাসাইল প্রতিনিধি প্রয়াত আব্দুল মালেক মান্নানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহঃস্পতিবার বেলা ১১টায় বাসাইল রিপোর্টার্স ইউনিটির উদ্দ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলাটিভি’র (বাসাইল-সখিপুর) প্রতিনিধি মোঃ রুবেল মিয়ার সভাপতিত্বে বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ প্রধান অতিথি, চ্যানেল আই এর টাঙ্গাইল প্রতিনিধি ও বাসাইল প্রেসক্লাব এবং রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্মরণসভায় মালেক মান্নানের স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, তিনি শুধু সাংবাদিক নন একাধারে একজন সমাজসেবকও ছিলেন। তার সততা এবং নমনীয় ব্যবহার বাসাইল তথা পাশ^বর্তী উপজেলাগুলোর সাধারণ মানুষের মুখে মুখে। রিপোর্টার্স ইউনিটির সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার ৩ নং ওয়ার্ড কমিশনার বাবুল আহমেদ,৭ নং ওয়ার্ড কমিশনার জাকির হোসেনসহ প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।
স্মরণসভার শেষে মালেক মান্নানসহ প্রেসক্লাব এবং রিপোর্টার্স ইউনিটির সদস্যদের স্বজনদের জন্য দোয়া ও রূহের মাগফেরাত কামনা করা হয়। উল্লেখ্য ,২০১৩ সালে লিভার ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর