নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন (নাটোর সদর ও নলডাঙ্গা)-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।
সোমবার (২৪ এপ্রিল) রাত্রী সাড়ে ৭টায় উপজেলার বাঁশিলা উত্তর পাড়া গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনা স্থলে যান। সেখানে তিনি ক্ষতিগ্রস্তদের ৩০ টি বাড়ি পরিদর্শন করেন এবং তাদের সমবেদনা প্রকাশ করেন। সেই সাথে এমপি মহোদয় এর নিজস্ব তহবিল হতে নগদ ১৩ হাজার টাকা, ০১ বান্ডিল টিন, ০২টি লুঙ্গি ও ০২টি শাড়ি ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া, জেলা পুলিশ সুপার মো: সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিরিন আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আকতার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি, অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম, মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার সহ নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দ, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
এমপি শিমুল বলেন, মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঈদের পরের দিন চলে যাই ঢাকায়, ঢাকায় গিয়েই খবর পাই আমার নির্বাচনী এলাকার নলডাঙ্গা উপজেলার বাঁশিলা উত্তরপাড়া গ্রামের ২৪টি বাড়ি আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। আজ ঢাকায় মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহন অনুষ্ঠান শেষ করেই ছুটে আসি আগুনে পুড়ে যাওয়া বাঁশিলা গ্রামের অসহায় মানুষের পাশে। হঠাৎ করেই বৃষ্টির কবলে পড়ে যাই, বৃষ্টিতে ভিজে কর্দমাক্ত রাস্তায় খালি পায়ে হেঁটে নাটোরের সুযোগ্য জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ওসি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার সহ সঙ্গীয় নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দ, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকবৃন্দদের নিয়ে ছুটে যাই অসহায় মানুষগুলোর পাশে। প্রতিটি পরিবারের হাতে আমার নিজস্ব তহবিল হতে নগদ ১৩ হাজার টাকা, ০১ বান্ডিল টিন, ০২টি লুঙ্গি ও ০২টি শাড়ি ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের হাতে তুলে দিই।
শুধু তাই নয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিদর্শনায় আমি আমার নির্বাচনি এলাকায় অসহায়, দরিদ্র মানুষের পাশে রয়েছি এবং সকল প্রকার জনকল্যাণমুখী উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি।