নাটোরের সিংড়ায় ৩৭ জন স্মার্ট নারী উদ্যোক্তা পেয়েছেন ৫০ হাজার টাকা করে এককালীন অনুদান।
বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় এ অনুদানের চেক বিতরণ করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি।
প্রতিমন্ত্রীর সিংড়ার বাসভবনে আইডিয়া প্রকল্পের আওতায় এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রমুখ।