কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিদ্যুৎ, গ্যাস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, সকল দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মজিবুর রহমান মন্টু, পৌর বিএনপির আহ্বায়ক এডভোকেট আলী আজগর খান, সদস্য সচিব তায়েজুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম, বোরহান উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সদস্য আসাদুজ্জামান মিঠু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আ: মালেক, পৌর যুবদলের আহ্বায়ক এডভোকেট নাজমুল হকসহ সংগঠনের নেতৃবৃন্দ।