সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

ই-পেপার

সুজানগরে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও বিশেষ বর্ধিত সভা কমিটি বিলুপ্ত

এম মনিরুজ্জামান, সুজানগর(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৪:০৮ অপরাহ্ণ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার আয়োজনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্য সদস্য সংগ্রহ, নবায়ন ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ, নবায়ন ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সদস্য সংগ্রহ, নবায়ন ও বিশেষ বর্ধিত সভার উদ্বোধন করেন, পাবনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরিফ ডাবলু। প্রধান অতিথির বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক তানভীর আক্তার শিপার। বিশেষ অতিথির বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য ফয়েজ উদ্দিন ইমন। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, প্রধান বক্তার বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ফররুখ কবীর বাবুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সরদার রাজু আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক ফজলুল হক চাঁদু।এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর