নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের সেনভাগ লক্ষীকোল গ্রামের ইউসুফ আলী আকন্দ এর ছেলে রুবেল হোসেন তোতা’র(৪০) বাড়িতে আগুন লেগে রান্না ঘর, গোয়াল ঘর সহ ৪টি বসত ঘর পুড়ে গেছে। এতে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
গত বৃহস্পতিবার (৩০ মার্চ) দিনগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শনিবার (০১ এপ্রিল) বিকেল ৪ টায় নলডাঙ্গা উপজেলা মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র সামগ্রী সহ নগদ অর্থ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মাহামুদা পারভীন মামুনি সহ সংস্থার অন্যান্য সদস্যগণ।