নাটোরের বাগাতিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ, মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং অসহায় ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়।
জানা গেছে, ২০২২-২৩ অর্থ বছরে খরিজ-১ মৌসুমে আউশ ধান ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষে ১২শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১ কেজি করে পাট বীজ ও ১০০ জন কৃষকদের মাঝে ২০ কেজি সার এবং ৫ কেজি আউশ ধান বিতরণ করা হয়। পরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১৫ জন অসুস্থ ব্যক্তিদের মাঝে ৬ লাখ ৮০ হাজার টাকার চেক ও ১৭ জন দুঃস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।