সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

ই-পেপার

সাঁথিয়ায় বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের মৃত্যু

শামীম আহমেদ, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৬:৪০ অপরাহ্ণ

পাবনার সাঁথিয়ায় মজনু সেখ (৪২) নামের এক যুবক বাবাকে নিজের রক্তদানের ১২ ঘন্টার ব্যবধানে মারা গেছেন। রোববার দিবাগত রাত(২৭ মার্চ) দুইটার দিকে তিনি মারা যান। তিনি বামনডাঙ্গা গ্রামের নজু সেখ এর ছেলে ও পেশায় গাড়ি চালক ছিলেন। এর আগে রোববার দুপুর দু’টার দিকে তিনি তার অসুস্থ বাবাকে নিজের রক্ত দিয়েছিলেন।
মজনু সেখ এর মামা মনছুর আলী ঝন্টু সোমবার সকালে জানান, মজনু ঢাকায় গাড়ি চালাতেন। তার বাবার অসুস্থতার কথা শুনে কয়েকদিন আগে তিনি গ্রামের বাড়ি আসেন। তার গুরুতর অসুস্থ বাবার চিকিৎিসায় রক্তের প্রয়োজন হয়। রোববার দুপুরে তিনি তার বাবার জন্য নিজেই রক্ত দেন। রক্ত দিয়ে হাসপাতাল থেকে তিনি বাড়ি আসেন। বিশ্রাম না নিয়েই তিনি মাঠে যান পেঁয়াজ তুলতে।। সেখানে তিনি অসুস্থ বোধ করলে স্বজনরা তাকে রোববার বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা রাজশাহীতে রেফার্ড করেন। রোববার রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখাননে চিকিৎসাধীন অবস্থায় রাত দু’টার দিকে তিনি মারা যান। সজ্জ্বন বলে পরিচিত মজুন সেখের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় আর- আতাইকুলা ইউপি চেয়ারম্যান  মিরাজুল ইসলাম  বিশ্বাস  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর