সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

ই-পেপার

সুজানগরে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সুজানগর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৪:০৮ অপরাহ্ণ

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়। স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনীতে প্রধান অতিথির বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আলমগীর হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম। এ সময় প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় অংশগ্রহণ কারী স্টল ও নার্সারি মালিকদের পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর