নাটোরের নলডাঙ্গা থেকে হেরোইনসহ মামুন মোল্লা (২৮) নামের এক যুবককে আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ।
বুধবার (২২ মার্চ) রাত্রী ৯টায় উপজেলার বীরকুৎসা রেলগেট সংলগ্ন জনৈক শ্যামল ঘোষের মিষ্টির দোকানের মধ্যে হইতে জিপার প্যাকেট সহ ৩৪.৮৫ (চৌত্রিশ দশমিক পঁচাশি) গ্রাম, জিপার প্যাকেট বাদে ৩৪.০০(চৌত্রিশ) গ্রাম হেরোইন সহ তাকে আটক করা হয। আটক মামুন মোল্লা, নাটোর জেলার সিংড়া উপজেলার জয়নগর গ্রামের খলিল মোল্লার ছেলে। বর্তমান ঠিকানা নলডাঙ্গা উপজেলার দূলর্ভপুর গ্রামের মুনছুর প্রামানিক এর নাতী।
নলডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম এর দিকনির্দেশনায় পুলিশের একটি টিম অভিযান কালে উপজেলার বীরকুৎসা রেলগেট সংলগ্ন জনৈক শ্যামল ঘোষের মিষ্টির দোকানের মধ্যে তল্লাশি করে জিপার প্যাকেট সহ ৩৪.৮৫ (চৌত্রিশ দশমিক পঁচাশি) গ্রাম, জিপার প্যাকেট বাদে ৩৪.০০(চৌত্রিশ) গ্রাম হেরোইন সহ তাকে আটক করা হয। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। উপরোক্ত ঘটনায় তার বিরুদ্ধে নাটোর জেলার নলডাঙ্গা থানার মামলা নং-১২, তাং-২২/০৩/২৩ খ্রিঃ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণী ৮(গ) ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।