মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে ডোবার পানিতে পড়ে হোসাইন আলী (৩) নাম এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত হোসাইন পৌর শহরের দঃ সন্ধ্যারই হাজীপাড়া এলাকার ইসমাইল হোসেন ছেলে। স্তানীয়রা জানায়,রোববার দুপুরে হাসান ও হোসাইন নামের ওই দুই জমজ ভাই বাড়িতে খেলা করছিল। বাড়ির লোকজন নিজেদের কাজে ব্যস্ত থাকে। হঠাৎ এর মধ্যে হোসাইনকে খুঁজে না পাওয়া গেলে তাঁর মা ও নানী বাড়ির বাইরে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের বাড়ির দক্ষিণ পাশে ৭০-৮০ গজ দুরে ডোবার পানিতে পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সেে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎকস শিশুটিকে মৃত বলে জানান।।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সেের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।এ দিকে রানীশংকৈল থানার উপপরিদর্শক (এস আই) আহসান হাবিব শিশুটি পানিতে ডুবে মৃত্যু’র খবর নিশ্চিত করেন।