শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

ই-পেপার

চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৪:২৯ অপরাহ্ণ

পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪র্থ পর্যায়ে  জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
সারাদেশে ভূমিহীন গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তরে গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন মুক্তির মহানায়ক জাতীর জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা. তানজিনা খাতুন, কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক, গুনাইগাছা ইউনিয়নের চেয়ারম্যান রজব আলী বাবলু, হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান মকবুল হোসেন, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমূখ।এসময় উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন।
চাটমোহর উপজেলার ৫ টি ইউনিয়নের ১১৬ টি গৃহহীন ভূমিহীন পরিবারের মাঝে ঘর ও জমির দলিল তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com