পাবনার আটঘরিয়ার সড়াবাড়িয়া উচ্চ বিদ্যলয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২১ মার্চ) সারাদিন ব্যাপি আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধানঅতিথি বক্তব্য রাখেন পাবনা-৪, (আটঘরিয়া- ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।
চাঁদভা ইউপি চেয়ারম্যান ও সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জি: সাইফুল ইসলাম কামাল এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন,
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুরাদ মালিথা, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাজাহান আলী, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল, সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ। সার্বিক ত্বত্তাবধানে ছিলেন প্রধান শিক্ষক ইদ্রিস আলী।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতায়, ইউপি সদস্য, শিক্ষক/ শিক্ষিকা, ছাত্র /ছাত্রী ও এলাকার সুধিজন উপস্থিত ছিলেন। শেষে ক্রীড়া বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।