জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক রোগী ও রোগীর স্বজনদের মাঝে ফল (আপেল, কমলা, রুটি, ম্যাংগো জুস) বিতরণ করেছে পৌর যুবলীগের সভাপতি জনি হাসান লাবু।
শুক্রবার (১৭ মার্চ) রাত ৮টায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তিগত উদ্যোগে ফল বিতরণ করেন তিনি।
পৌর যুবলীগের নব-নির্বাচিত সভাপতি জনি হাসান লাবু বলেন, মাননীয় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আমি শতাধিক রোগীর মাঝে ফল বিতরণ করেছি। আজকের দিনে আমাদের সবাইকে সোনার বাংলা গড়ার শপথ নিতে হবে। সেই সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে যুবলীগ মানবসেবায় কাজ করে যাবে বলে জানান তিনি।