নাটোরের সিংড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে সিংড়া চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০টায় বিদ্যালয়ে কেক কেটে দিনটি উদযাপন করেন শিক্ষক ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা। এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সিংড়া চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: আঞ্জুমান আরা, সহকারী শিক্ষিকা মাহফুজা খাতুন, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।