পাবনার চাটমোহর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, পৌর সদরের ৩নং ওয়ার্ডের বালুচর মহল্লার মোঃ বাছের আলীর স্ত্রী পৌরসভার সাবেক সংরক্ষিত (১,২,৩ নং ওয়ার্ড) মহিলা কাউন্সিলর, বিএনপি উপজেলা শাখার সভানেত্রী সুফিয়া বেগম বুধবার (১৫ মার্চ) সকাল ৮ঘটিকার দিকে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, সন্তান, আত্নীয়-স্বজন শুভাকাক্সখীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ মাগরিব বালুচর মাঠে মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সজনেরা।