নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলাধীন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৫২০ জোড়া বেঁঞ্চ, সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নে ২৪টি পরিবারকে ৪৮টি ভেড়া ও ১৮ টি প্রাথমিক বিদ্যালয়ে ১টি করে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত থেকে এসব বিতরণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, জাইকা প্রতিনিধি কল্পনা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় ও উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি।