নাটোরে ‘জেন্ডার বৈষম্য নিরসনে প্রযুক্তি ও উদ্ভাবন ’ এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ পালিত হয়েছে।
৮ ই মার্চ বুধবার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক),টিআইবি ও বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের আয়োজনে পুরাতন নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সনাক সদস্য জনাব আব্দুর রাজ্জাক’র সভাপতিত্বে এবং সনাক সহ-সভাপতি শিবলী সাদিক এর সঞ্চালনায় নাটোরের শিক্ষক,সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি,এনজিও প্রতিনিধি ও সুশীলসমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করেন।
সনাক সহ-সভাপতি জনাব শামীমা আখতার বীথি বলেন, আমাদের নারী পুরুষের সমতা বিধান করতে হবে। আমাদের দেশের নারীদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত করতে হবে। নারীদের অর্থনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত না করে অর্থনৈতিক মুক্তি আনা সম্ভব নয়। আমাদের নারীদের শ্রমের মর্যাদা দিতে হবে। দেশের উন্নয়নে আমাদের নারী পুরুষ উভয়কে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।
সনাক সদস্য জনাব আব্দুর রাজ্জাক বলেন, প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধিতে আমাদের নারীদের অগ্রাধিকার প্রদান করতে হবে। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি নারীর প্রতি সহিংসতা উদ্ধেগজনক হারে বেড়েছে। নারীর প্রতি সহিংসতা যদি কমানো যায় তাহলেই দেশের উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সনাক, ইয়েস, এসিজিসদস্যবৃন্দ ও টিআইবি কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।