মোঃ কামাল হোসেন:
বরিশাল মেঘনা নদীতে সিমেন্ট বোঝাই একটি কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে। ১৩ হাজার বস্তা সিমেন্ট নিয়ে এমভি ফারহানা মোনেম নামের জাহাজটি বরিশালের হিজলা উপজেলা লাগোয়া মেঘনা নদীর মিয়ারচর নামক স্থান অতিক্রমকালে আকস্মিক ভাবে ডুবে যায়। শনিবার বিকেল ৩টার দিকের এই নৌ দুর্ঘটনা ঘটে, তবে এ দুর্ঘটনায় কনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার সকালে ১৩ হাজার বস্তা শাহ সিমেন্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে জাহাজটি যশোরের- নওয়াপাড়ার উদ্দেশে রওনা হয়।
বিকেলে হিজলার মিয়ারচর নামক স্থান অতিক্রমকালে জাহাজটির নদীর ডুবোচরে আটকে গিয়ে পেছনে এক দিকে কাত হয়ে যায়। পরে তীব্র স্রোতে জাহাজটি ডুবে যায়। হিজলা নৌ থানার ওসি বেল্লাল হোসেন জানান, জাহাজটি পুরোপুরি ডুবে যাওয়ার আগেই নাবিকসহ শ্রমিকেরা সাঁতরে তীরে উঠে আসতে সক্ষম হয়েছেন। ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।