মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

ই-পেপার

নাটোরের নলডাঙ্গায় ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৫:২৭ অপরাহ্ণ

নাটোরের নলডাঙ্গায় ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নলডাঙ্গা থানা পুলিশ।
রবিবার (৫ মার্চ) দুপুরে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম, সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশের সূত্রে জানা যায়, নাটোরের নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)র দিকনির্দেশনায় নলডাঙ্গা থানার একটি টিম অভিযান কালে  ০৫/০৩/২০২৩ খ্রিঃ রাত্রী ০১.৪০ ঘটিকায় নলডাঙ্গা থানাধীন বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বাসুদেবপুর বাজার সংলগ্ন শ্রীশ চন্দ্র বিদ্যানিকেতনের মাঠের উত্তর-পূর্ব কোনা হইতে ডাকাতগণ ডাকাতির উদ্দেশ্যে সমাবেত হইয়া ডাকাতির প্রস্তুতি গ্রহন করা কালে আসামীদের হাতেনাতে আটক করা হয়। এছাড়া আসামীদের আটক কালে আসামী ৪। মোঃ বাতাস @ফায়সাল(২৪) পিতা- মৃত বাচ্চু মিয়া, সাং- উত্তর পটুয়াপাড়া (ঝাউতলা), থানা- নাটোর সদর, জেলা- নাটোর সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী পালিয়ে যায়।
এসময় একইসঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত আলামত ১. একটি ধারালো লোহার তৈরী পাইপযুক্ত হাতল বিশিষ্ট বড় ছোরা,২. একটি বড় লোহার তৈরী লক কাটার,৩. একটি লোহার তৈরী ছোট লক কাটার ও একটি তিন চাকা বিশিষ্ট ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার পূবক জব্দ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন, ১। মোঃ আশরাফুল ইসলাম (৩২) পিতা- মোঃ নাসের সরদার, সাং- উত্তর পটুয়াপাড়া (ঝাউতলা), ২। মোঃ ইছব @ ইউসুফ (৩৯) পিতা- মোঃ ইব্রাহীম, ৩। মোঃ রাকিবুল হাসান @ টুনু (৩৩) পিতা- মৃত শাহজাহান আলী মৃধা, উভয় সাং- উত্তর পটুয়াপাড়া (আদর্শগ্রাম), সর্ব থানা- নাটোর সদর, জেলা- নাটোরগনকে হাতে নাতে আটক করা হয়।
পরে আসামীদের বিরুদ্ধে নলডাঙ্গা থানার মামলা নং-০৩ তাং-০৫-০৩-২০২৩ খ্রিঃ ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপদ করা হয়েছে। গ্রেফতারকৃত ০৩ নং আসামী মোঃ রাকিবুল হাসান@টুনু এর বিরুদ্ধে পূর্বের একটি অস্ত্র আইনে মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর