মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

ই-পেপার

বাগাতিপাড়ায় জালনোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

মো. রায়হান আলী, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৬:২২ অপরাহ্ণ

নাটোরের বাগাতিপাড়ায় জালনোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার উদ্যোগে ও সোনালী ব্যাংক লিঃ বাগাতিপাড়া শাখার সহযোগিতায় এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক বাগাতিপাড়া শাখার ব্যবস্থাপক শফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, পৌরসভার মেয়র এ.কে.এম শরিফুল ইসলাম লেলিন, উপজেলা আ’লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু ও বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকরে রাজশাহী শাখার যুগ্ন পরিচালক মোতাহার হোসেন ও সরকারী পরিচালক শাহীনূর আলম সহ স্থানীয় সকল ব্যাংকের ব্যাবস্থাপক ও অন্যান্য ব্যাংক কমকর্তা-কর্মচারী, শি¶ক, ব্যাবসায়ী, সাংবাদিকসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জাল টাকা চেনার পদ্ধতি, জাল টাকার কুফল ও প্রভাব সম্পর্কে জন সাধারণকে অবহতিকরণসহ সচেতনতামুলক আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর