মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত ক’দিনে তারেই ধারাবাহিকতায় চতুর্থ ধাপে শনিবার বিকেলে উপজেলার কাওয়াাক মাইক্রো স্ট্যান্ড ও কলেজ গেট মাইক্রো স্ট্যান্ডের স্থানীয় মাইক্রোবাস চালক, হেলপার এবং দূর্গানগর ইউনিয়ন নিম্ন আয়ের ১শ ২০ জন মানুষদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তিনি নিজস্ব অর্থায়নে চার দফায় মোট ৫ শ ৫০ জনকে খাদ্য সহায়তা দিয়েছেন । করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশর ন্যায় উল্লাপাড়ায় যানবাহন ও জনসমাগম নিষিদ্ধ করায় কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও যানবাহনের শ্রমিকরাও । ফলে বন্ধ হয়ে গেছে আয়ের উৎস। দুঃসহ হয়ে উঠেছে জীবিকানির্বাহ ।
খেঁটে খাওয়া মানুষদের সাহায্যার্থে তানভীর ইমাম এম পির সার্বিক দিকনির্দেশনায় ব্যক্তিগত ভাবে এগিয়ে এসেছেন উল্লাপাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না । একাধারে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌর এলাকায় খাদ্যসামগ্রী দিয়ে যাচ্ছেন নিজস্ব অর্থায়নে ।
এ খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মোঃ আবুল বাসার, মোঃ হায়দার আলী ও উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ আল মাহমুদ সরকার ।