মানবজাতি বাস করিতে এই সমাজের মাঝে,
পরস্পরে চলে সবাই নানা কথায় কাজে।
চলতে পথে সকল সময় সকল মানুষজনে,
হয়না চলা কাউকে ছাড়া জীবনের এই ক্ষনে।
সুখে দুখের সকল কথা যার কাছে যায় বলা,
রাত-দিবসে নির্দ্বিধায় যার সাথে যায় চলা।
সত্যবাদী সৎসাহসী করলে কাউকে সাথি,
তাঁর দ্বারা ভাই হয়না ক্ষতি দিবস কিংবা রাতি।