রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

সলঙ্গায় সরকারি রাস্তার গাছ বিক্রি

স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৫ অপরাহ্ণ

সিরাজগঞ্জ সলঙ্গায় ইসাদহ বাজারের পূর্বপাশে সাতকুশী গ্রামের আশরাফ মাওলানা এলাকায় প্রভাব খাটিয়ে  সরকারি রাস্তার ২৮ টি ইউক্যালিপটার গাছ স্থানীয় গাছ ব্যাবসায়ীর কাছে বিক্রি করেন।
গত ২৪ শে ফেব্রয়ারী২০২২ গাছগুলো বিক্রি করায় রাতের আধারে স্থানীয় গাছ ব্যাবসায়ী শামছুল হক ও আব্দুর রাজ্জাক গাছ কেটে ইসাদহ বাজারে নাসির মাষ্টার এর কাট কাটার মিলে ট্যাক করে রাখেন।
এদিকে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে আশরাফ মাওলানার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি আমসাড়া ফাজিল মাদ্রাসার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক  আমার জমির পাশে রাস্তার গাছ কে বা কাহারা কেটে নিয়েছে আমি জানিনা। এনিয়ে আমি চিন্তায় আছি। তিনি আরও বলেন  রাস্তার গাছ কাটতে সরকারি অনুমতি নিতে হয় তাহা আমার জানা নাই।
অন্য দিকে ব্যাবসায়ী রাজ্জাক বলেন  আশরাফ মাওলানার গাছ আমি সাতান্ন হাজার টাকায় কিনে কেটে নিয়েছি। মিল মালিক এ-সব জানেন না। এদিকে ছুটির দিন হওয়ায়  ধুবিল ইউনিয়ন ভুমি অফিসের নায়বকে ফোন করে পাওয়া যায় নি। অন্যদিকে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন এলাকার সচেতন নাগরিকগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর