রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

ই-পেপার

লামায় শপিংমল ও মার্কেট রমজান পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত দোকান মালিক সমিতির

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৯ মে, ২০২০, ৭:৫২ অপরাহ্ণ

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামায় শপিংমল ও মার্কেট রমজান পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত দোকান মালিক সমিতির। আজ (শনিবার) দুপুরে লামা বাজারের সকল ব্যবসায়ী, শপিং মল মালিক ও দোকানদার এবং দোকান মালিক সমিতির প্রতিনিধিরা নিজেদের উদ্যোগে মার্কেট বন্ধ রাখার বিষয়ে লামার উপজেলা প্রশাসনের (পরিষদ হলরুম) সাথে বৈঠকে করে সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক সূত্রে ব্যবসায়ীরা জানান, জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছে লামা বাজারের ব্যবসায়ীরা।

বৈঠকে সব শপিং মল ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। মার্কেটের পাশাপাশি ফুটপাতে কোনও হকার বসতে পারবে না বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে। তবে এই সিদ্ধান্তের বাহিরে থাকবে ঔষধের দোকান, কাঁচা বাজার, মুদি দোকান, মাছ বাজার ও কীটনাশকের দোকান। শপিং মল ও মার্কেট বন্ধ রাখার বিষয়ে মনিটরিং করতে ব্যবসায়ী নেতা ও ব্যবসায়ীদের সমন্বয়ে বৈঠকে ১৫ সদস্য বিশিষ্ট একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। বৈঠকে ব্যবসায়ীদের অনুরোধে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিজয় কান্তি আইচ,

সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, ব্যবসায়ী নেতা জাপান বড়ুয়া, লোকমান হোসেন, তানবিরুল ইসলাম, আবু ঈসা, সোহেল, বিপ্লব নাথ, জিকু নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারনে জনস্বাস্থ্যের স্বার্থে এমন সময়োপযোগী পদক্ষেপ নেয়ার সকল ব্যবসায়ী নেতা, দোকান মালিক ও দোকানদারকে লামাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানান নানা শ্রেনী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর