মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

ই-পেপার

নাটোরের নলডাঙ্গায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩৫ অপরাহ্ণ

চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষ্যে নাটোরে নলডাঙ্গায় তিন দিনব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার(১২ ফেব্রুয়ারি) দুপুরে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন নাটোর ও নলডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
নলডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার রোজিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্পসারণ অফিসার কিশোয়ার হোসেন এর সঞ্চালনায়  উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড.ইয়াছন আলী, নলডাঙ্গা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফৌজিয়া ফেরদৌস, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন সহ উপজেলা পয্যায়ের সকল সরকারি কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধগণ।
পরে আলোচনা সভা শেষে ৬জন কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি ২টি কম্বাইন হারভেস্টার ও ৪টি পাওয়ার থ্রেসার বিতরণ করেন।
এছাড়াও আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশগ্রহণকারী স্টল ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন। রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ মেলায় ২৫টি স্টল অংশ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর