রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন

ই-পেপার

চৌহালীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৩৮ অপরাহ্ণ

চৌহালী উপজেলায় শান্তি সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগ সভাপতি মো, তাজউদ্দীন, সাধারণ সম্পাদক ফারুক সরকার, সহসভাপতি হাবিবুর রহমান, আঃ মজিদ সরকার, সাবেক সভাপতি আলহাজ্ব হযরত আলী মাষ্টার,
সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার, খাষকাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু সাইদ বিদ্যুৎ, খাষপুখুরিয়া  ইউনিয়ন আ.লীগ সভাপতি আবু দাউদ এর উদ্যোগে কেন্দ্রীয় আ’লীগের নির্দেশে বিএনপি, জামায়াতের ষড়যন্ত্র ও নৈরাজ্য মূলক বিভিন্ন কর্মসূচী প্রতিহত করার লক্ষে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় খাষপুখুরিয়া  ইউনিয়ন আ.লীগ কার্যালয়ে এ শান্তি সমাবেশ শেষে খাষকাউলিয়া কে আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন
  আ.লীগ সভাপতি আবু সাইদ বিদ্যুৎ   এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী  উপজেলা আ.লীগের সংগ্রামী সভাপতি, মেধাবী ব্যক্তিত্ব, সফল নেতৃত্ব  মো. তাজউদ্দীন।
শান্তি সমাবেশে প্রধান অতিথি  উপজেলা আ.লীগ সভাপতি তাজউদ্দীন  তার বক্তব্যে বলেন- কেন্দ্রীয় আ.লীগের নির্দেশে আজ সারাদেশের ন্যায় খাষপুখুরিয়া, খাষকাউলিয়া ইউনিয়নসহ সকল ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
বর্তমান আ.লীগ সরকার দেশকে উন্নয়নের রোল মডেল ও স্মার্ট বাংলাদেশ হিসাবে সারাবিশ্বে পরিচিতি লাভ করিয়েছে। আর উন্নয়নের এই অগ্রযাত্রা ধ্বংস করার জন্য বিএনপি জামায়াত সারাদেশে নানা রকম নৈরাজ্য সূষ্টি করার পায়তারা করছে।
এই নৈরাজ্য প্রতিহত করার জন্য আমরা চৌহালী  উপজেলা আ.লীগ অতীতের ন্যায় ঐক্যবদ্ধ আছি। আমরা ঐক্যবদ্ধ থেকে সকলে একত্রে এই বিএনপি জামায়াতের নৈরাজ্য ও দেশকে ধ্বংস করার যে ষড়যন্ত্র করার চেষ্টা করছে তা প্রতিহত করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।
পরবর্তীতে উপজেলা আ’লীগ সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তাজউদ্দীনকে গণমাধ্যম হতে প্রশ্ন করা হয় এই যে, আমরা যতটুকু জানি চৌহালী  নাকি একসময় বিএনপি’র একটি ঘাঁটি ছিল। সেই ক্ষেত্রে বর্তমান সময়ে আপনাদের অবস্থান কি?
পরবর্তীতে তিনি গণমাধ্যমকে বলেন –চৌহালীতে বিএনপির ঘাটি এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। বর্তমান সময়ে বিএনপি’র কোন নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম চৌহালী  তেমন লক্ষ্য করা যাচ্ছে না।
আমরা আ’লীগ চৌহালী  শক্তিশালী অবস্থানে রয়েছি এবং এখন এক কথায় আমরা বলতে পারি চৌহালী  হচ্ছে আ’লীগের একটি শক্তিশালী ঘাঁটি।
এর অন্যতম কারণ হচ্ছে আমাদের উপজেলা আ’লীগের ঐক্যবদ্ধতা ও নিরলস পরিশ্রম।
আমি নিজে ব্যক্তিগত ভাবে উপজেলা আ’লীগকে শক্তিশালী করার লক্ষ্যে সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যা আপনারা গণমাধ্যমে যারা রয়েছেন তারা পর্যবেক্ষণ করতে পারছেন।
বিশেষ অতিথি আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ফারুক সরকার বলেন,  দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে পুনরায় নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দক্ষ  অভিজ্ঞতা কাজ করছে সরকার তাই আর দমিয়ে রাখার কোন অবকাশ নেই।
এতে উপস্থিত  ছিলেন উপজেলা আ.লীগ,  ইউনিয়ন, ওয়ার্ড আ.লীগ ও অংগসংগঠনের সকল পর্যায়ের নেত্ববৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর