নাটোরের বড়াইগ্রামে বোনভোজনের বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত নয়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাটোয়ারী ফিলিং ষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরোহীর নাম বেলাল হোসেন (৪৫)। তিনি উপজেলার পৌর থানার মোড় এলাকার বাসিন্দা এবং পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, নিহত ব্যাক্তি উপজেলার বনপাড়া বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফেরার সময় পাটোয়ারী ফিলিং ষ্টেশন এলাকায় লালপুর উপজেলার চক নাজিরপুর কারিগরি স্কুল এন্ড কলেজের বনভোজনের বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তানন্তর করে।
তিনি আরো বলেন, চাপা দেওয়া বাসটি পালিয়ে গেলেও সনাক্ত করা সম্ভব হয়েছে। বাসের চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।