সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় রাতের আঁধারে গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা অভয়নগরে সৌন্দর্য বিলাচ্ছে মাঠভরা হলুদ, সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা; কৃষকের মুখে হাসি সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম  দুর্ভোগে পথচারীরা বাগেরহাটে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা উদ্ভোধন সাতক্ষীরায় সাংবাদিক হত্যা চেষ্টা মামলায় ৪ দিন অতিবাহিত,আটক হয়নি সন্ত্রাসী রমজান বাহিনীর প্রধান দৌলতপুরে বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন  অভয়নগরে সাবেক চেয়ারম্যান কামাল গ্রেফতার “ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ এর উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’”

গুরুদাসপুরে যুবলীগ নেতার বাড়িতে হামলার মামলায় গ্রেপ্তার ২১ আদালতে সন্ত্রাসীর জামিন না মঞ্জুর, এলাকায় মিষ্টি বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০, ১২:১২ অপরাহ্ণ

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
বহুল আলোচিত নাটোরের গুরুদাসপুরে যুবলীগ নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট মামলার অন্যতম আসামী সন্ত্রাসী রেজাউল করিমের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন নাটোর জেলা ও দায়রা জজ আদালত। এ খবর শুনে উপজেলার ধারাবারিষা ইউপির ঝাউপাড়া, বিন্যাবাড়ী, সরদারপাড়া ও জুমাইনগর এলাকার লোকজন খুশিতে ৫ মণ মিষ্টি বিতরণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল গরিব অসহায় মানুষদের কাছে থেকে বয়স্ক ভাতা ও চাউলের কার্ড করে দেওয়ার নামে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। কিন্ত কোন কার্ড করে দেয়নি। সর্বশেষ গত ২৬ মে দুপুরে স্থানীয় যুবলীগ নেতা বজলু সরদারের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করায় ধারাবারিষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মাস্টারের বেশকিছু সমর্থকের বিরুদ্ধে থানায় মামলা হয়। সেই মামলার অন্যতম আসামী রেজাউল করিম দীর্ঘদিন পলাতক থাকার এক পর্যায়ে বৃহস্পতিবার নাটোর জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে যায়। এসময় আদালতের বিচারপতি তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই খবর শুনে আনন্দিত ও উল্লাসিত হয়ে ৫ মণ মিষ্টি বিতরণ করেছেন এলাকাবাসী। সন্ত্রাসী রেজাউলকে জেলে দেওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

জানা যায়, উপজেলার ধারাবারিষা ইউপির ঝাউপাড়া-বিন্যাবাড়ী বাজারে হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ নিয়ে বজলু সরদারের সাথে চেয়ারম্যান আব্দুল মতিন মাস্টারের কথা কাটাকাটি হয়। এরপরই চেয়ারম্যান গ্রুিপের লোকজন বজলুর ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় গুলিবর্ষণ ছাড়াও ৩টি বাড়ি ভাংচুর এবং নগদ সাড়ে ৮ লাখ টাকা লুটপাটের অভিযোগ ওঠে হামলাকারীদের বিরুদ্ধে। হামলার সময় প্রাণশঙ্কায় বাইরে অবস্থান করেন বজলু। পরে ওইদিনই তার পিতা ইসমাইল সরদার গুরুদাসপুর থানায় বাদী হয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন গ্রুপের ২৫ জনের নামসহ অজ্ঞাত ৬০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা গুরুদাসপুর থানার এসআই মো. শহিদুল ইসলাম বলেন, মামলার প্রেক্ষিতে এ পর্যন্ত ২১জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার অন্যতম আসামী রেজাউল পলাতক ছিল। বৃহস্পতিবার তার জামিন না মঞ্জুর করে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারপতি কারাগারে প্রেরণ করায় এলাকায় মিষ্টি বিতরণের খবর শুনেছি। মামলার তদন্ত অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর