বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

মনে রেখো – মোঃ আলমগীর হোসেন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২৮ অপরাহ্ণ

বাবা তুমি মনে রেখো !
সন্তানের হক আদায়ে
করছো তুমি বদ নিয়্যাত,
পার হতে পারবেনা তুমি
ঐ কঠিন পুলসিরাত ।

ভাইয়েরা মনে রেখো !
ছোট ভাইকে দুরে রেখে
দুই ভাই মিলে রয়েছো একসাথে,
রোজহাশরের মাঠে মার খাবে
আযাবের ফেরেস্তার হাতে ।

বোনেরা মনে রেখো !
তেলের মাথায় তেল দেয়া
অনেক বোনের ¯^ভাব,
দোযখের আগুনে পুড়ে বুঝবে
এ ¯^ভাবের কি প্রভাব ।

ভাবী তুমি মনে রেখো !
ভাইয়ের কানভারী করে
পিতা মাতা থেকে নিচ্ছো দুরে ঠেলে
এর যে ভয়ানক শাস্তি
পাবে তুমি কবরে গেলে ।

সবাই মনে রেখো !
এসব করে কি
দুনিয়াতে একটু ভাল আছো,
আখেরাতের শষ্য গোছাতে
তুমি বরং পিছিয়ে রয়েছো।

তাই সবাইকে বলি
যদি দুনিয়া ও আখেরাতে
ভাল থাকতে চাও
হাদিস ও কোরআনের আলোকে
জীবন গড়ে নাও ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর