সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইমাম,খতিব ও আলেম ওলামাদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি,সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জর উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পানা,উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন মসজিদে ইমাম,খতিব ও আলেম ওলামারা এ সময় উপস্থিত ছিলেন।