পৃথিবীর বুকে যতো দেশ আছে ভাই
বাংলাদেশের মতো আর কোথাও তো নাই।
সবুজ শ্যামলে ঘেরা আমার এ দেশ
রঙে রুপে ভরা যার রুপের নেই শেষ।
খাল-বিল নদীনালা পুকুর চারণভূমি
পাহাড় সৈকত ভেলায় সাঁজো অপরুপ তুমি।
ধরনীর সেরা তুমি তুমি সবার বেশ
স্বাধীন ঠিকানা তুমি আমার প্রিয় দেশ।