রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

উল্লাপাড়ায় মেক্সিকোর চিয়া সীডের চাষাবাদ

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ১:১৯ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নে সরাতলা গ্রামে মাটিতে চাষ হচ্ছে ওষুধি ও পুষ্টি গুন সম্পন্ন সুপার ফুড হিসেবে খ্যাত চিয়া সীড।

দানাদার এ ফসল মানবদেহের বিভিন্ন রোগের কার্যকরী ওষুধ হিসেবে কাজ করায় চাষাবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে অন্য ফসলের চেয়ে এ চাষাবাদে লাভের স্বপ্ন বুনছেন কৃষকেরা।

দেশের মাটিতে মরুর উচ্চ মূল্যের বীজ চিয়া সীড চাষাবাদ হচ্ছে। এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন উল্লাপাড়া উপজেলার কয়ড়া সরাতলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে ফার্মাসিষ্ট মোঃ গোলাম হোসেন। চলতি বছর বিদেশ থেকে চাষাবাদের জন্য তিনি ৯০ কেজি মেক্সিক্যান হাইব্রীড চিয়া সীড বীজ আমদানি করেন। এই বীজ তিনি জেলার উল্লাপাড়া, ফরিদপুরের ভাঙ্গা, গাইবান্ধার সুন্দরগঞ্জ, রংপুর সদর, শরিয়তপুরের জাজিরার কৃষকদের মাধ্যমে ১৭০ বিঘা জমিতে চিয়া সীড চাষাবাদ করিয়েছেন।
জানা যায়, আমেরিকা ও মেক্সিকোর মরু ভূমি দেশে চিয়া সীডের চাষাবাদ হয়। এতে রয়েছে ওমেগা-৩, ফাইবার, ম্যাংগানিজ, ফসফরাস, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটসহ আরো অনেক পুষ্টি গুনাগুন। যা মানুষের শারীরিক চাহিদা পূরণ করে। প্রচার-প্রচারণা ও চাহিদার কারণে ইতোমধ্যে বাজারে প্রকার ভেদে ১৫শ’ টাকা থেকে ২ হাজার টাকা কেজি দরে চিয়া সীড বীজ বিক্রি হচ্ছে।

সম্ভাবনাময়ী এ চাষাবাদ দেশে ছড়িয়ে গেলে আমদানী ব্যয় কমানোর পাশাপাশি কৃষকরা বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে বলে আশা করছে কৃষি বিভাগ।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকতা সুর্বনা ইয়াসমিন সুমি বলেন, প্রায় ৭০ হেক্টর জমিতে চিয়া সীড চাষাবাদ হয়েছে, উপজেলার কয়ড়া ইউনিয়নে এই চাষাবাদে সার্বক্ষনিক মনিটরিংসহ কৃষকদের সব ধরনের সহযোগিতা কৃষি বিভাগ থেকে আমরা দিচ্ছি। আবহাওয়া অনুকুলে থাকায় মাঠে গাছের ফুল ও ফল ভাল দেখা যাচ্ছে। আশা করছি এ চাষাবাদে কৃষকরা লাভবান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর