রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত অসহায় মানুষের দুর্ভোগ লাঘব করতে প্রস্তুত এমপি ডা. মোঃ আব্দুল আজিজ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব-অসহায় মানুষদের কথা ভেবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন । তিনি অসহায় মানুষদের দুর্ভোগের কথা চিন্তা করে আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন । প্রতি বছরের ন্যায় এবছরও আমি আপনাদের মাঝে দাঁড়ানোর চেষ্টা করেছি। আপনারা দোয়া করবেন যেন আগামীতে আপনাদের পাশে থাকতে পারি।

২৮ জানুয়ারি শনিবার বিকেলে উপজেলার নওগাঁ শাহ শরীফ জিন্দানী (রঃ) মাজার প্রাঙ্গণে ৫০০শত দুস্থ অসহায় শীতার্তদের মানুষের মাঝে এসব কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোফাজ্জেল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম তারা, নুরুল ইসলাম, কোরবান আলী, আলি আক্কাস, সাধারণ সম্পাদক মহররম আলী যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন ফকির প্রমুখ।

কম্বল পেয়ে ৮০ বছরের বৃদ্ধ হায়দার আলী জানান, এই শীতে আমি খুব কষ্ট করেছি। আমাদের দেখার কেউ নেই এমপি সাহেব আমাকে একটি কম্বল দিয়েছে আমি তার জন্য দোয়া করি সে যেন আগামীতে এমপি হতে পারে।

বিধবা জরিনা বেওয়া কম্বল পেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন আমাদের দেখার কেউ নেই। শীতে খুব কষ্ট করেছি এমপি সাহেব আমাকে কম্বল দিয়েছে। আল্লাহ তাঁর ভালো করুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর