চলতি বছর গাজর চাষ করে লাভবান হচ্ছে পাবনার কৃষক। জেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, বিগত বছরের চেয়ে পাবনায় বৃদ্ধি পেয়েছে গাজরের চাষ।
পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, লক্ষ্যমাত্রা অনুযায়ী সবজি আবাদ হলে জেলায় সবজি ব্যবসা ১ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
কৃষক দের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য ফসলের তুলনায় গাজরের উৎপাদন খরচ কম ও বাজার দর ভালো থাকায় লাভবান হওয়ার আশায় তারা গাজর চাষে উদ্বুদ্ধ হয়েছেন।
পাবনার ঈশ্বরদী উপজেলার কৃষকরা জানায়, কয়েকবছর আগেও সরিষা, তিল সহ অন্যান্য ফসলের আবাদ করতাম,এইসব ফসল চাষ করে বেশি লাভ করা যায় না। তাই এখন পুরো জমিতে গাজরের চাষ করছি। গাজর চাষে খরচ কম আর প্রতি বিঘা জমি থেকে প্রায় ৩২-৩৫ হাজার টাকা লাভ করতে পারছি।
সেই সাথে আক্ষেপ প্রকাশ করে কৃষকরা বলেন, বাজারে ৩৫ -৪৫ টাকা কেজি গাজর বিক্রি হলেও পাইকাররা আমাদের থেকে ৯০০-১০০০ টাকা মণ দরে কিনে নিয়ে যায়। আমাদের থেকে কিনে নিয়ে পাইকাররা বেশি দামে বিক্রি করে এতে আমাদের লাভের পরিমান কম হয় বলে আক্ষেপ প্রকাশ করেন।
পাবনা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উন্নয়ন শাখার কর্মকর্তা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইদ্রিস আলি বলেন, চলতি বছর পাবনায় এখন পর্যন্ত ২১ হাজার হেক্টর জমিতে সবজি আবাদ করা হয়েছে। আমরা আশা করছি সবজির আবাদ আরও বৃদ্ধি পাবে। কৃষকরা অধিক লাভের আশায় গাজরের ব্যাপক আবাদ করেছেন। তিনি বলেন, চাষাবাদে কৃষকদের সব ধরনের সহযোগিতা আমরা করছি এবং ভবিষ্যতেও এই সহযোগিতা বিদ্যমান থাকবে।