শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন

ই-পেপার

চাঁদাবাজি, অ*স্ত্রে*র যন্ত্রাংশ, বিদেশি মুদ্রা ও পুলিশের সীলসহ সাঈদ মোল্লা আটক

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ

চাঁদাবাজি ও অস্ত্রের যন্ত্রাংশ সহ সাইদ মোল্লার অন্ধকার রাজত্ব ভেঙে পড়ল সেনাবাহিনীর অভিযানে ‎‎অভয়নগরের চলিশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সাইদ মোল্লা নামে এক সাংবাদিক পরিচয়ধারী ও বিএনপির ওয়ার্ড নেতা দীর্ঘদিন ধরেই চাঁদাবাজি, মাদকের মাধ্যমে এলাকাবাসীর জীবনযাত্রাকে অবরুদ্ধ করে রেখেছিলেন। গাছ, জমি, মাছের ঘেরসহ বিভিন্ন ব্যবসায় নিয়মিত চাঁদা আদায় করে তার অবৈধ কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছিল চলিশিয়া, আন্ধা ডুমুরতলা, বেদভিটা, বলারাবাদ ও নওয়াপাড়া এলাকা জুড়ে। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর তার নির্যাতনের মাত্রা ছিল ভয়াবহ।

‎‎সাম্প্রতিক এক ঘটনায় জানা যায়, সম্প্রতি সেনাবাহিনীর নাম ভাঙিয়ে ভয় দেখিয়ে স্থানীয় আদিত্য ও গুরু চাঁদ নামের দুই বাসিন্দার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও ওঠে। চাপের মুখে আদিত্যর পরিবার সাঈদের দেওয়া দুটি নম্বরে নগদ ১৭ হাজার টাকা ও বিকাশে ৩ হাজার টাকা পাঠায়। একইভাবে গুরু চাঁদ ৫০ হাজার টাকা দাবি করা হলেও ৩০ হাজার টাকা দেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

‎‎অভয়নগর আর্মি ক্যাম্প সেনাবাহিনী আজ ৯ আগস্ট সন্ধ্যা ৮টা ৪০ মিনিটে বকুলতলা ভাড়া বাড়ী থেকে সাইদ মোল্লাকে আটক করে। তার নিকট থেকে উদ্ধার করা হয়েছে দুইটি এন্ড্রয়েড মোবাইল, এক বাটন মোবাইল, পাসপোর্ট, বিভিন্ন দেশের ডলার, দুইটি চাপাতি, দুইটি চাকু, বন্দুকের বিভিন্ন যন্ত্রাংশ , ১২টি আইডি কার্ড, পুলিশ সীলমোহর ৩টি, এয়ারগানের বুলেট ও একটি কেঁচি। ‎এলাকাবাসী জানান, সেনাবাহিনীর নাম ভাঙিয়ে এসব অবৈধ কার্যকলাপ চালানো সাইদ মোল্লা ও তার সহযোগীদের আচরণে পুরো এলাকায় গভীর আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে এলাকার নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর