কে,এম আল আমিন :
সিরাজগঞ্জের সলঙ্গায় ফুলজোড় নদীতে নিখোঁজের ৪২ ঘন্টা পর যুবক মোতালেব হোসেন (৩০) এর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে ভাসমান অবস্থায় নদী হতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোতালেব হোসেন একই থানার নলকা ইউনিয়নের চরফরিদপুর গ্রামের লালচানের ছেলে। জানা গেছে, মঙ্গলবার বেলা ২ টার দিকে মোতালেব বাড়ি ফেরার পথে ফুলজোড় নদীর ফরিদপুর খেয়া ঘাটের নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়।
স্থানীয় লোকজন,রায়গন্জ ফায়ার সার্ভিস সহ রাজশাহীর ডুবুরী দল বুধবার সন্ধ্যা পর্যন্ত তল্লাশী করে ব্যর্থ হয়। অবশেষে ৪২ ঘন্টা পর গতকাল বৃহ:বার সকাল ৮ টার দিকে ভাসমান অবস্থায় উদ্ধার হয়। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করেন।