মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

ই-পেপার

বড়াইগ্রামে হাত কড়া ও পা বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ৩:৪৩ অপরাহ্ণ

নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও হাই স্কুলের পূর্ব দিকের বিলের মধ্যে হাত কড়া ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান,মরদেহটি বিলের মাঝখানে উপুর হয়ে পড়ে ছিলো। তার দু’হাত পেছনে এবং তা হাতকড়া দিয়ে আটকানো ছিলো। এছাড়া দু’পা রশি দিয়ে বাঁধা ছিলো। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ বিলের মাঝখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, হাতকড়া ও মরদেহ উদ্ধারের বিষয়টি থানা পুলিশ গুরুত্বের সাথে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করা হবে। রাজশাহী থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ সনাক্তকরণের চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর