মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত। তাকে শিগগিরই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলে ভারতে ফিরেছিলেন তিনি। এরপর দিল্লি থেকে বাড়ি ফিরে যাচ্ছিলেন ভারতের তরুণ এই ক্রিকেটার। সেই যাত্রাপথেই ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন তিনি।
রুরকিতে নিজের বাড়ি থেকে কিলোমিটার বিশেক দূরে ছিলেন তিনি, তখনই ঘটে এই দুর্ঘটনা। মোহাম্মদপুর ঝালের কাছে নারসান সীমান্তে তার গাড়ি গিয়ে আঘাত করে সড়কদ্বীপে।
এই দুর্ঘটনার ফলে তিনি বড় চোটই পেয়েছেন। তার পা ও কপাল আঘাতপ্রাপ্ত হয়েছে। সাকশাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। সেখানকার চেয়ারম্যান ডা. সুশীল নাগার জানিয়েছেন, পান্তের বর্তমান অবস্থা বেশ স্থিতিশীল। তাকে রুরকি থেকে দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সড়কদ্বীপে আঘাত করা মাত্রই পান্তের গাড়িতে আগুন ধরে যায়। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর পান্তকে সেখান থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।