প্রদীপ কর্মকার, তাড়াশ, সিরাজগঞ্জ:
হ্যাভেন সোসাইটি নামক স্বেচ্ছাসেবী সংগঠন নওগাঁ বাজার তাড়াশ সিরাজগঞ্জে প্রায় শতাধিক পরিবারের মাঝে করোনা দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরন করেন। শনিবার সকালে নওগাঁ বাজারে সংগঠনটির সদস্যরা চাল, ডাল, তেল, লবন, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র উক্ত এলাকার করোনা প্রকোপে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে বিতরন করা হয়। হ্যাভেন সোসাইটি সংগঠনটি একটি অরাজনৈতিক এবং এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়া কিছু উদ্যমী তরুণদের সংগঠন। এ সময় সংগঠনটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি কৃষিবিদ ধনঞ্জয় কুমার প্রদীপ মাহাতো ও সহ-সভাপতি সুমন সরকার জানান, এলাকার প্রতি দায়বদ্ধতা থেকে আমাদের এ সংগঠনটির যাত্রা এবং এলাকার মানুষের কল্যানে আমরা সর্বদা নিয়োজিত থাকবো।