রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

ই-পেপার

বিশ্বে করোনায় আরো ১১০০ মৃত্যু, শনাক্ত সোয়া দুই লাখ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ১০:৩১ পূর্বাহ্ণ

বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত এক দিনে মৃত্যু বাড়লেও কমেছে সংক্রমণ। এসময়ে এক হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে আর সংক্রমিত হয়েছেন দুই লাখ ৩২ হাজার ৯৮৭ জন। ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন চার লাখ ৫৩ হাজার ৮৭৬ জন।

এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৭২ হাজার ৩৩৫ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৮১ লাখ ২৯ হাজার ৬২২ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৬৩ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৭৭ জন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত এক দিনে সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। শনাক্তের দিক থেকে তালিকার ৭ নম্বর থাকা দেশটিতে একদিনে আরো ৭০ হাজার ৯২১ জন শনাক্ত ও মারা গেছেন ১৮০ জন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫৩ হাজার ৪৯৯ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন দুই কোটি ৭১ লাখ ৮৭ হাজার ৩৯৪ জন।

দৈনিক মৃত্যুতে জাপানের পরেই রয়েছে ফ্রান্স। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৭৮ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ৮ হাজার ২১৩ জন। শনাক্তের দিক থেকে তালিকার ৩ নম্বর থাকা দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ১ লাখ ৬০ হাজার ৬১৭ জন এবং শনাক্ত হয়েছেন ৩ কোটি ৮৮ লাখ ৯৯ হাজার ৯০৫ জন।

শনাক্তের দিক থেকে তালিকার পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ২৯ হাজার ৫৭৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ৬ লাখ ৯১ হাজার ৯৯৪ জন এবং শনাক্ত ৩ কোটি ৫৯ লাখ ৪৩ হাজার ৭২০ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছেন ৬ হাজার ৩৪১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৭ লাখ ২২ হাজার ৪১৫ জন এবং মোট মারা গেছেন ৩ লাখ ৯৩ হাজার ৫০ জন।

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১২০ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছে ১৯ হাজার ৮৯৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত মোট মারা গেছেন ১১ লাখ ১৩ হাজার ৩০৭ জন এবং শনাক্ত হয়েছেন ১০ কোটি ১৮ লাখ ২৫ হাজার ৭৯ জন।

থাইল্যান্ডে একদিনে ১১৩ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪১৯ জন। এ নিয়ে দেশটিতে মোট মারা গেছেন ৩৩ হাজার ৫০৫ জন এবং শনাক্ত হয়েছেন ৪৭ লাখ ১৮ হাজার ৯০৮ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত এক দিনে দক্ষিণ কোরিয়ায় মারা গেছেন ৩৯ জন এবং শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৬৬২ জন; তাইওয়ানে মৃত্যু ২৩ এবং শনাক্ত ১০ হাজার ৩৬৫ জন; ইন্দোনেশিয়ায় মৃত্যু ২৬ এবং শনাক্ত ৮০৯ জন; চিলিতে মৃত্যু ২৮ এবং শনাক্ত ২ হাজার ৫৯৬ জন; ফিলিপাইনে মৃত্যু ৩০ এবং শনাক্ত ৮৬৩ জন; রোমানিয়ায় মৃত্যু ৩১ এবং শনাক্ত ৩ হাজার ৩৮৬ জন; ডেনমার্কে মৃত্যু ২৭ এবং শনাক্ত ১ হাজার ৪৭১ জন; হংকংয়ে মৃত্যু ৩৯ জন এবং শনাক্ত ১৫ হাজার ৩৮৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর