মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা পিতর দাসের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা পিতর দাস(৭০)এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ ফকিরগঞ্জ বাজারের মমতা প্লাজার সত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা পিতর দাস(৭০) হৃদপিন্ডে লাগানো কৃত্রিম যন্ত্র বিকল হয়ে আকষ্মিকভাবে শনিবার ( ৪ জানুয়ারি) সকাল প্রায় সাড়ে ৮টার দিকে ফকিরগঞ্জ বাজারস্থ নিজ বাসায়(মমতা প্লাজা) পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা, নাতি-নাতনী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকেল ৩টায় উপজেলার কালিকাপুর(নিরাশী) ক্যাথলিক মিশন ও কেন্দ্রিয় গীর্জা মাঠে রাস্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার এসআই আলাউদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহণে পরলোকগমনকারী বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে রাস্ট্রের পক্ষ থেকে ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে ফুল দিয়ে মৃত বীর মুক্তিযোদ্ধা পিতর দাসকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে তাদের কেন্দ্রিয় গীর্জা সংলগ্ন কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর