রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৩:০২ অপরাহ্ন

ই-পেপার

চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৮:৫২ অপরাহ্ণ

দিনভর নানা কর্মসূচীর মধ্য দিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২২ সুবর্ণজয়ন্তী  পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার প্রত্যুষে ২১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচীর শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), চৌহালী প্রেসক্লাব, বিদ্যুৎ অফিস ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা চত্বর সরকারি কলেজ মাঠে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাবে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার  (ভারপ্রাপ্ত ইউএনও) মো, সাইফুল ইসলাম এর সভাপতিত্বে  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, চৌহালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. হারুন অর রশিদ, আওয়ামীলীগের সভাপতি তাজউদ্দীন,  বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হযরত আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা ইয়াহিয়া, কৃষি অফিসার ডা মাজেদুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ,  পি আই ও  মোহাম্মদ মজনু মিয়া প্রমূখ।  মুক্তিযোদ্ধাদের সংর্বধনা, অনুষ্ঠান উদ্বোধন,স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, প্রীতি ফুটবল ও পুরস্কার বিতরণ।
এ দিবসে উপজেলার ৭টি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান ও শিক্ষক মন্ডলীরা  উপস্থিত ছিলেন।
দীর্ঘ দিন পর এ বছর মহিলা বিষয়ক অফিসার মোঃ শামীম জাহিদ তালুকদার এর নেতৃত্বে  দিবসে মুক্তিযোদ্ধা চিতি চারণ ডিসপ্লে  ছিল দর্শনীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর