আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
শের-ই বাংলা মেডিকেল কলেজের বিদেশী শিক্ষার্থীদের ছাত্রাবাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে ছাত্রাবাসের থাকা শিক্ষার্থীরা কম্বল ভিজিয়ে আগুন চাপা দিয়ে আগুন নিয়ন্ত্রন এনেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
ছাত্রাবাসের এক নাইট গার্ড জানান, সোমবার রাত সাড়ে এগারটার দিকে দ্বিতীয় তলার ২০৬ নম্বর কক্ষের সামনে থাকা একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে গ্যাস সিলিন্ডার, একটি জানালা ও একটি রাইস কুকার পুড়ে যায়। বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন জানান, আগুনে কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ক্ষয়ক্ষতিও হয়েছে অল্প সামান্য। শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এসএম সরোয়ার জানান, অল্পের জন্য বড় ধরণের ক্ষয়¶তির হাত থেকে রক্ষা পেয়েছে মঈনুল হায়দার ছাত্রাবাসের ২৪জন বিদেশী শিক্ষার্থী।