নিজস্ব প্রতিনিধি:
পাবনার ফরিদপুরে ঘাড়ের উপর সরিষার বস্তা পড়ে জহুরুল ইসলাম (৩৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ফরিদপুর বাজারের মুক্তমঞ্চের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জহুরুল উপজেলার খাগরবাড়ীয়া গ্রামের আলাউদ্দিন ব্যাপারীর ছেলে।
জানা গেছে, দরিদ্র এক পরিবারের সন্তান জহুরুল। ভারী বোঝা মাথায় কিংবা ঘাড়ের উপর তুলে মহাজনের কাছে পৌঁছানো তার কাজ। সারাদিন হারভাঙ্গা পরিশ্রম করে যা উপার্জন হয় তাই দিয়ে সংসার চলে তার। প্রতি দিনের মত ফরিদপুর বাজারে এসে অন্যান্য শ্রমিকদের সাথে কাজ করছিলেন জহুরুল। দুপুর বেলায় বাজারে মুক্তমঞ্চের পাশে একটি ট্রাকে সরিষার বস্তা উঠানোর সময় হঠাৎ করে বস্তা হাত থেকে ফসকে ঘাড়ের উপর পড়ে যায়। এতে জহুরুল অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে তাকে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জহুরুল ইসলামের ২ মেয়ে রয়েছে।
ফরিদপুর থানার ওসি মোঃ মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।