মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

ই-পেপার

নলডাঙ্গায় মানবিক সাহায্য সংস্থার (এমএসএস) শুভ উদ্বোধন

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৬:৫৫ অপরাহ্ণ

নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম সোনাপাতিল এলাকায় আজ (১৫ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) মহিলা ঋণদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এমএসএস নাটোর জোন এর জোনাল ম্যানেজার শ্রী অনিমেষ আচার্য্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমএসএস এর নির্বাহী পরিচালক মুনায়ার রেজা খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমএসএস এর সহকারী পরিচালক (মাইক্রো-এন্টারপ্রাইজ) মোঃ আবুল কালাম আজাদ সহ এমএমএস সংস্থার বিভিন্ন পর্যায়ের   কর্মকর্তা,কর্মচারী,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।
এমএমএস সংস্থার নির্বাহী পরিচালক মুনায়ার রেজা খান বলেন “দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বেকারত্ব দূরীকরণ জরুরী”  কোভিড-১৯ এর প্রভাবে বেড়ে যাওয়া দারিদ্রের হার ও বেকারত্ব হ্রাসে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে এমএমএস এর দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে নাটোরের নলডাঙ্গায় ১৫৫ নং শাখা খোলা হয়েছে।
তিনি আরও বলেন,সংস্থার পরিকল্পনা মোতাবেক পর্যায়ক্রমের দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের শাখা খোলার উদ্যোগ নেওয়া হবে।
জাতীয় পর্যায়ের বেসরকারি মানবিক সাহায্য সংস্থা (এমএমএস) ১৯৭৪ সাল থেকে বিভিন্নমুখী করমসূচি গ্রহনের মাধ্যমে সমাজের অনগ্রসর অংশের জীবন যাত্রার মান উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য দূরিকরণে কাজ করছে।
পরে উপকারভোগী ৬ জনের মাঝে প্রায় ২০ লক্ষ টাকার চেক (ঋণ) বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর