চলনবিলের আলো বার্তাকক্ষ:
পাবনার ভাঙ্গুড়ায় বন্যার পানিতে গোসল করতে গিয়ে আব্দুর রহমান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে পৌর সভার ১ং ওয়ার্ডের উত্তরমেন্দা মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ওই মহল্লার সুমন আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে আব্দুর রহমান তার সহপাঠীদের সাথে বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলাধুলা শেষে সড়কের পাশে বন্যার পানিতে গোসল করতে নামে আব্দুর রহমান।এ সময় পানিতে ডুবে গেলে তার সহপাঠীরা চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।মৃত শিশুর পিতা সুমন আহমেদ কান্নাকণ্ঠে বলেন, আমার ছেলেটি সাঁতার জানতো না।
ওই বন্যার পানিতে ডুবে গেছে আমার ছেলে।পৌর সভার ১ং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জহুরুল ইসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ দিকে আব্দুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসেছে।