নাটোরের নলডাঙ্গা উপজেলায় প্রণোদনার কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে সরকারের কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১২টায় নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ৩০০ জন নির্বাচিত কৃষকদের হাতে প্রণোদনার সার ও বীজ তুলে দেন নাটোর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।
এসময় কৃষকদের মাঝে ২০ কেজি গম,১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। উপজেলায় মোট ২৬১০ জন কৃষককে কৃষি প্রণোদনার সার ও বীজ দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আকতার এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্পসারণ অফিসার কিশোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান শিরিনা আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা কৃষি অফিসার ফোজিয়া ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর,নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ সাকিব বাকি, উপজেলা পয্যায়ের সকল সরকারি কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ সহ প্রমূখ।