মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

নলডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করলেন এমপি শিমুল

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৯:৫২ অপরাহ্ণ

“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার শুভ উদ্বোধন করেন (নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা)-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।
উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আকতার এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্পসারণ অফিসার কিশোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বলেন, ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাস্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহন করেছে। প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন এবং প্রযুক্তির সাথে মানুষের মেলবন্ধন তৈরীতে কাজ করছে সরকার।
উদ্ভাবন, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা ও কর্মসংস্থান-এই চারটি বিষয়ভিত্তিক প্যাভিলিয়নের মাধ্যমে মেলা প্রদর্শিত হচ্ছে। শিক্ষার্থীদের জন্যে আয়োজন করা হয়েছে প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা। পরে উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আকতার মেলার স্টরে অংশ গ্রহণ করা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মাঝে পুরুষকার ও সনদ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান শিরিনা আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা কৃষি অফিসার ফোজিয়া ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার, নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি, উপজেলা পয্যায়ের সকল সরকারি কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর